PMF বলতে বুঝায় PRODUCT MARKET FIT
অর্থাৎ আপনি যে পণ্য বা সেবা নিয়ে বিজনেস করতে চাচ্ছেন তার আসলে মার্কেট ডিমান্ড আছে .
কিন্তু আমরা কিভাবে বুঝব আমাদের প্রোডাক্ট এর মার্কেট ডিমান্ড আছে কিনা ? এটি একটি ভুল পদ্ধতির মাধ্যমে বোঝা যায় ,যাতে আপনার প্রচুর সময় এবং টাকা নষ্ট করতে হবে এটা বুদ্ধিমানের কাজ না ।
অর্থাৎ নতুন প্রোডাক্ট নিয়ে আসবেন সেখানে লস করবেন আবার নতুন কিছু নিবেন আবার চেষ্টা করবেন ! এভাবে করতে করতে 5-10 বছরে একটা এক্সপেরিয়েন্স তৈরি যে আপনার প্রোডাক্ট মার্কেট ফিট কিনা ! স্মার্ট পদ্ধতি হলো PMF TEST! এ ব্যাপারে How I Create Growth Hacking বইতে হ্যাপি আলাদিন বলেন আপনি আপনার টার্গেট অডিয়েন্স কে তিনটি প্রশ্ন করেন যদি আপনার পজিটিভ রেজাল্ট ৪০% এর উপর হয় তাহলে বুঝবেন আপনার প্রোডাক্ট মার্কেট ফিট !
প্রশ্ন তিনটি হলো
১ ) আমরা যদি আমাদের এই বিজনেসটি বন্ধ করে দেই আপনারা কি অনেক হতাশ হবেন ?
২) আপনারা কি মোটামুটি হতাশ হবেন ?
৩) নাকি হতাশ হবেন না
এক নম্বর যদি ফোরটি পার্সেন্ট এর উপর আসে তবে আপনার প্রোডাক্টটি মার্কেট ফিট ।
এই প্রশ্ন আপনি কোথায় করবেন ?
অনেক জায়গায় হতে পারে, আপনার অডিয়েন্সট যেখানে থাকে যেমন পার্সোনাল হোয়াটসঅ্যাপ গ্রুপ, ছোট পরিসরে ইমেইল অথবা ফেস টু ফেস জিজ্ঞাসা করা অথবা পেজে পোস্ট করে জানতে পারেন ।
যদি আপনার প্রোডাক্ট বা সার্ভিস মার্কেট ফিট টেস্ট এ ফেল করে, তাহলে এই প্রোডাক্ট বা সার্ভিসটি বাদ দিয়ে অন্য কিছু নেন / আর এটা নিয়ে বসে থাকলে আপনাকে একটা সময়ের পরে বুঝতে পারবেন,এটা দিয়ে কিছু হবে না তখন আর ফেরার সময় থাকবে না ,ইতিমধ্যে আপনার অনেক সময় এবং টাকা নষ্ট হয়ে যাবে, তার মানে এই নয় আপনি নিত্য নতুন বিজনেস চেঞ্জ করতে থাকবেন ।
আপনি যেই সেক্টরে আছেন সেই সেক্টরে যেই সমাধানটা আপনি নিয়ে আছেন যেমন আপনি গার্মেন্টস ইন্ডাস্ট্রি লেডিস ক্যাটাগরি কাজ করে ভালো করতে পারেননি তাহলে আপনি কিডস নিয়ে কাজ করতে পারেন এমন ইত্যাদি
তো আজই আপনার প্রোডাক্ট এর মার্কেটপ্লেট টেস্টে করুন । নিজের ক্যারিয়ার এবং সময় বাঁচান