আর যারা মানুষকে ক্ষমা করে আল্লাহ তাদের ভালোবাসেন

একবার ০ থেকে ৯ !
যেমন ২ , ৪, ৫, ৭ একসাথে একটি বাসায় খুব ভালোভাবে বসবাস করতেছিলেন হঠাৎ একদিন ৯ খুব জোরে ৮ এর গালে একটি থাপ্পড় মেরে দিলেন !
তখন ৮ জিজ্ঞেস করল, তুমি আমাকে কেন মারলে?
আমি তো কোন অপরাধ করিনি !
তখন ৯ বললেন আমি সবার বড় , আমার ইচ্ছা হয়েছে তাই মেরেছি !
তোমার যদি ইচ্ছে হয় তুমিও ৭ কে মেরে দাও !
তখন ৮ যথারীতি ৭ কে থাপ্পর মেরে দিলেন !
৭ মারলেন ৬ কে !
৬ মারলেন ৫ কে !
এভাবে যখন ২ দুই ১ কে থাপ্পর মারলেন !
১ থাপ্পড় খেয়ে শূন্যের দিকে এগিয়ে যাচ্ছিলেন তখন ০ ভয়ে একেবারে কর্নারে গিয়ে জড়োসড় হয়ে বসে আছেন ! তখন ১ গিয়ে ০ থাপ্পড় না মেরে হাত এগিয়ে দিলেন হ্যান্ডসেক করার জন্য !
তখন শূন্য অবাক হয়ে জিজ্ঞেস করলেন তুমি আমাকে কেন মারলে না ?
তখন ১ উত্তর দিল দেখো একটি অন্যায় সমাজে কন্টিনিউ চলতে থাকলে কাউকে না কাউকে তো এর থেকে সরে দাঁড়াতে হবে ! প্রতিবাদ করতে হবে, তাই আমি সেটা করলাম ।
আরেকটা বিষয় খেয়াল করে দেখেছো এখন আমি ১ এবং তুমি ০ মিলে কিন্তু ১০ হয়ে গিয়েছে !
তার মানে হল আমরা মারামারি না করে একত্রিত হয়ে থাকলে আমাদের শক্তি আরো বাড়বে । তখন ০ জিজ্ঞেস করল তাইতো দারুণ , আমরা তো এখন সবার থেকে বড় ।
তাহলে কি আমরা এখন সবার উপর প্রতিশোধ নিব ?
তখন ১ উত্তর দিলেন- না ।
আমরা সবাইকে ক্ষমা করে দিব, ক্ষমা একটি মহৎ গুণ যা টেকসই সমাধান নিয়ে আসে ।

গল্পের মূল কথা হলো –

আল্লাহ পবিত্র কুরআনে বলেন। ‘আর যারা মানুষকে ক্ষমা করে আল্লাহ তাদের ভালোবাসেন।’ (আল ইমরান : ১৩৪)।

এছাড়াও অন্য আয়াতে আল্লাহ বলেন –
তোমরা যদি ওদের মার্জনা কর, ওদের দোষত্রুটি উপেক্ষা কর এবং ক্ষমা কর, তবে জেনে রেখ, আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু।’ (সুরা তাগাবুন, আয়াত : ১৪)

এবং হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন – “সদকা করাতে সম্পদের ঘাটতি হয় না। যে ব্যক্তি ক্ষমা করে আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেন। আর যে কেউ আল্লাহর সন্তুষ্টি লাভে বিণীত হলে তিনি তার সম্মান প্রতিষ্ঠিত করে দেন।’ (সহিহ মুসলিম, হাদিস : ২৫৮৮)

তাই আমরাও সমাজের ছোটখাটো অন্যায় গুলা যত সম্ভব থামিয়ে দেওয়ার চেষ্টা করবে এবং সমাজের সবাই মিলে যদি একটা অন্যায় কাজ করে অন্তত আমি একা হলেও সে অন্যায় থেকে নিজেকে বিরত রাখব । এবং আর যখন আমার পক্ষে কোন বিষয়ের প্রতিশোধ নেওয়ার সুযোগ আসবে তখন আমি চেষ্টা করব ধৈর্য এবং ক্ষমা প্রদর্শন করার জন্য এটিই উত্তম পন্থা ।

masum billah

Founder of Rahedeen