প্রিয় নবীজির পছন্দের কিছু অভ্যাস তথা সুন্নাহ!

হয় আমরা জানিইনা নয়তো করতে অভ্যস্ত নই।

 চলুন জেনে নিয়ে অভ্যাস করি..

1) মাঝে মাঝে বৃষ্টিতে ভিজা।       

      (সহীহ মুসলিম- ৮৯৮)

2) বৃষ্টি আসলে দোয়া করা। (সহীহ বুখারী- ১০৩২)

3) স্ত্রীর রান্না করা হালাল খাবারের দোষ না ধরা।

খেতে মন না চাইলে চুপ থাকা। (মুসলিম- ২০৬৪)

4) কোনো কিছু জানা না থাকলে স্বীকার করা যে, আমি জানি না। (বায়হাকী- ১৭৫৯৫)

5) মাঝে মাঝে বিপদে আকাশের দিকে মাথা তোলা।

আকাশের দিকে তাকিয়ে নিজের কষ্টগুলো আল্লাহকে বলা।  (মুসলিম- ২৫৩১)

6) খুব খুশি হলে সিজদায় লুটিয়ে পড়া।

(মুখতাসার যাদুল মা’ আদ- ১/২৭)

7) ধোঁয়া ওঠা(উত্তপ্ত) গরম খাবার ঠান্ডা না হওয়া পর্যন্ত না খাওয়া।

(বায়হাকি-৪২৮)

8) নফল ও সুন্নাহ সালাতগুলো নিজের ঘরে পড়া।

      (বুখারী- ৭৩১)

9) সফরে বের হওয়ার সময় এবং বাসায় ফিরে দুই রাকাআত সালাত আদায় করা।

  (মুসনাদে বাযযার- ৮৫৬৭)

10)  দাঁড়িয়ে দাঁড়িয়ে পায়ের পাতা আবৃতকারি জুতা না পরা। (শু জুতা, স্যান্ডেল না)।

(আবু দাউদ- ৪১৩৫)

11) যতই ভালো খাবার হোক ভরা পেটে না খাওয়া।

      (তিরমিযী- ২৪৭৮)

12) দ্বীনের দাওয়াত প্রচার ও সহজ করার উদ্দেশ্যে নতুন একটি ভাষা শিখা।

      (মুসনাদে আহমাদ- ২১৬১৮)

13) বাড়িতে অজু করে রুমাল দিয়ে হাত-পা মুছে মসজিদে জামায়াতে যাওয়া।

       (তাবরানী- ৬১৩৯)

আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন , আমিন ।

প্রচারে, ক্লথিং ব্র্যান্ড রাহেদ্বীন 

In promotion, let authentic clothing brand – Rahedeen