আপনার জীবনেও আছে অসংখ্য রোড ক্রসিং !

আমরা দৈনন্দিন জীবনে ব্যস্ততম সড়কে অনেক সতর্কতার সাথে রাস্তা পারাপার করি, কারণ এক মিনিটের অন্যমনস্কতা বয়ে আনতে পারে মারাত্মক দুর্ঘটনা ।
আমাদের ব্যক্তিগত জীবনেও এমন অনেক ক্রসিং আছে যেখানে আমাদের অমনোযোগ বা ভুল সিদ্ধান্ত বিশাল ক্ষতি নিয়ে আসতে পারে আমাদের জীবনে !
জীবনের যে সিদ্ধান্তগুলো ভবিষ্যতে ফলাফল বয়ে আনবে এমন সব সিদ্ধান্ত নেয়ার মুহূর্তে অনেক বেশি সচেতন এবং মনোযোগী হতে হবে ।
যেমন ক্যারিয়ার শুরুতে আপনি কি নিয়ে ক্যারিয়ার শুরু করবেন, এমন সময় দেখা যায় একটু অসচেতনতায় হাইপে চলা কোন ট্রেন্ডি বিষয় ক্যারিয়ার তৈরি করার জন্য লেগে পড়লেন,ভবিষ্যৎ চিন্তা না করে । কিন্তু পাঁচ বছর পর দেখা গেল কেন আপনার সিদ্ধান্ত ভুল ছিল কিন্তু তখন আর ফিরে আসার সম্ভাবনা থাকেনা । আমাদের দৈনন্দিন – ব্যবসায়িক জীবন অনেক সিদ্ধান্ত নিতে হয় যা একবার অসচেতন ভাবে নিলে অনেক বড় বিপদ নিয়ে আসে !
তাই জীবনের সমস্ত ক্রসিং গুলো পার করুন অনেক সতর্কতার সাথে অর্থাৎ সুযোগ এবং সম্ভাবনা যাচাই করুন সর্বোচ্চ মনোযোগ দিয়ে ।
কারণ রোড ক্রসিং এক্সিডেন্ট করলেন যেমন আপনি মারা যেতে পারেন তেমনি জীবন ক্রসিং এক্সিডেন্ট করলে আপনার স্বপ্ন মারা যেতে পারে ।
তাই স্বপ্ন বাঁচিয়ে রাখতে হলে জীবন ক্রসিং পার করুন সর্বোচ্চ সচেতন ভাবে ।
Masum Billah